+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ২–এ কম্পিউটার ব্যবস্থা বিকল হওয়ায় চরম দুর্ভোগে পড়লেন যাত্রীরা।

নিজস্ব সংবাদদাতা - December 1, 2022 9:52 pm - দেশ

মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ২–এ কম্পিউটার ব্যবস্থা বিকল হওয়ায় চরম দুর্ভোগে পড়লেন যাত্রীরা।

মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ২–এ কম্পিউটার ব্যবস্থা বিকল হওয়ায় চরম দুর্ভোগে পড়লেন যাত্রীরা। জানা গেছে বসে গিয়েছে বিমানবন্দরের সার্ভার। প্রযুক্তিগত ত্রুটির কারণে সব কাজ আটকে গিয়েছে। ফলে বিমানবন্দরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আপাতত ম্যানুয়ালি কাজ চলছে। মুম্বইয়ের টার্মিনাল ২ বা টি২ তে সাধারণত আন্তর্জাতিক বিমান ওঠানামা করে। টার্মিনাল ১ থেকে এই দ্বিতীয় বিমানবন্দরে পৌঁছতে গাড়িতে মিনিট কুড়ি লাগে। দেশের বিভিন্ন বিমানবন্দরের টার্মিনালগুলির মধ্যে অন্যতম এই টি২। ঘরোয়া বিমানও চলে এই টি২ তে।
বৃহস্পতিবার বিকেলে মুম্বই বিমানবন্দরে কম্পিউটার ব্যবস্থা বিকল হয়ে যায়। ফলে অপেক্ষা করতে হয় যাত্রীদের। ব্যাগপত্র নিয়ে তাঁদের ঠায় দাঁড়িয়ে থাকতে হয়। বিমানবন্দরে ভিড় জমে যায়। ব্যাগ জমা দেওয়ার কাউন্টারের বাইরেও পড়ে লম্বা লাইন। প্রভাব পড়ে বিমান চলাচলেও।
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর দেশের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। সেখানে ব্যস্ত সময়ে এমন গোলযোগের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছয়। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube