+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে গুলিবিদ্ধ অন্তত ১১

নিজস্ব সংবাদদাতা - July 8, 2023 9:10 am - রাজ্য

মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে গুলিবিদ্ধ অন্তত ১১

ভোট শুরু হওয়ার পর থেকে শুরু হওয়া সংঘর্ষে এখনও পর্যন্ত মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১১ জন ব্যক্তি। তার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। গুলি চালানোর প্রথম ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ইসলামপুর থানার মুলাডাঙ্গা এলাকায়। শনিবার সকালে গ্রামের কিছু সিপিএম কর্মী যখন ভোট দেওয়ার জন্য স্থানীয় বুথে যাচ্ছিলেন, অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পাঁচজন সিপিএম কর্মী গুলিবিদ্ধ হন। দু’‌জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিরা লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। অন্যদিকে আজ সকালে ডোমকলে গুলি চালানোর ঘটনায় আহত অন্তত চারজন তৃণমূল কর্মী। শনিবার সকালে গ্রামের বুথে ভোট দিতে যাওয়ার সময় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। আহতদের মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অন্যদিকে মাথায় গুলি লেগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন সামশেরগঞ্জ থানার শিবদাসপুরের এক মহিলা। এই ঘটনার কিছুক্ষণ পরই সামশেরগঞ্জের ধুলিয়ানে সেনাউল শেখ নামে তৃণমূলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube