+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

নবান্নে মমতার সঙ্গে দেখা করলেন এশিয়ার ‘ধনীতম’ শিল্পপতি গৌতম আদানি

নিজস্ব সংবাদদাতা - December 3, 2021 12:10 am - কলকাতা

নবান্নে মমতার সঙ্গে দেখা করলেন এশিয়ার ‘ধনীতম’ শিল্পপতি গৌতম আদানি

কৃষককেও চাই আবার আদানি-আম্বানিকেও চাই, বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই উক্তির অনতিবিলম্বেই নবান্নে মমতার সঙ্গে দেখা করলেন এশিয়ার ‘ধনীতম’ শিল্পপতি গৌতম আদানি। সদ্য মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এই তকমা পেয়েছেন আদানি। বাংলায় শিল্পের প্রসারের প্রভূত সম্ভাবনা নিয়ে কথা বললেন দু’জন। আদানি এও জানালেন, আগামী বছর এপ্রিলে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে তিনি উপস্থিত থাকবেন। আজ প্রায় দেড় ঘণ্টা নবান্নে বসে কথাবার্তা বললেন মমতা এবং আদানি। দু’দিনের মুম্বই সফরে গিয়েছিলেন মমতা। সেখানে এনসিপি নেতা শরদ পওয়ার, শিবসেনার আদিত্য ঠাকরের সঙ্গে দেখা করেছেন। এছাড়াও জাভেদ আখতার এবং স্বরা ভাস্করের মতো শিল্পী-অভিনেত্রীদের সঙ্গে কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মুম্বই সফরের রেশ কাটতে না কাটতেই নবান্নে আদানির মতো হেভিওয়েট শিল্পপতির আগমন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে খুশি আদানি। টুইটারে তিনি লিখলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাত করে আনন্দিত। বাংলার প্রভূত সম্ভাবনা এবং লগ্নী নিয়ে আলোচনা হল। ২০২২-এর এপ্রিলে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করে আছি।’ প্রসঙ্গত, এই বিজনেস সামিটে আসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা। মোদি তাতে সম্মতিও দিয়েছিলেন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube