+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

নৈহাটি বিস্ফোরণে জেলাশাসক -পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করল NIA

নিজস্ব সংবাদদাতা - February 13, 2021 10:29 am - কলকাতা

নৈহাটি বিস্ফোরণে জেলাশাসক -পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করল NIA

নৈহাটি বিস্ফোরণের ঘটনায় চার্জশিট পেশের পর ৩ শীর্ষ আমলার বিরুদ্ধে পদক্ষেপ সুপারিশ করল NIA. উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালী চক্রবর্তী, বারাকপুরের পুলিশ সুপার মনোজ ভার্মা ও জেলা শিল্প অধিকর্তা প্রণব নস্করের বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ করেছেন NIA-র ডিজি যোগেশ চন্দের মোদী। এই মর্মে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর কাছে সুপারিশপত্র পাঠিয়েছেন তিনি। ওই ঘটনায় রাজ্য পুলিশের আধিকারিকদের গাফিলতি স্পষ্ট বলে তদন্তের পর জানিয়েছে NIA.

গত বছর ৯ জানুয়ারি নৈহাটিতে গঙ্গার পাড়ে বিকট বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে নৈহাটির দিকে চিড় ধরে কয়েকটি বাড়িতে। ক্ষতিগ্রস্ত হয় চুচুড়ার দিকে গঙ্গার পাড়ের কয়েকটি বাড়িও। বেশ কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে পড়ে। কয়েকটিতে ফাটল দেখা দেয়। পুলিশের তরফে জানানো হয়, দিন কয়েক আগে নৈহাটিতে একটি বাজি কারখানায় অগ্নিকাণ্ডের পর উদ্ধার বিস্ফোরক নিষ্ক্রিয় করা হচ্ছিল সেখানে।

স্থানীয়দের অভিযোগ, নৈহাটিতে গঙ্গার পাড়ে ওই জায়গায় আগেও বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে পুলিশ। তাতেও চুঁচুড়ার মানুষ আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তাতে কান দেয়নি বারাকপুর পুলিশ প্রশাসন। ওদিকে বিজেপির দাবি ছিল, বাজি কারখানার বিস্ফোরকের তীব্রতা কখনো অত বেশি হতে পারে না। সেখানে অন্য কোনও শক্তিশালী বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার ওই মামলায় NIA-র বিশেষ কোর্টে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারীরা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube