অভিষেক টেস্ট সিরিজেই অনবদ্য নজির গড়লেন অক্ষর প্যাটেল
সিরিজ জয় সম্পন্ন। ৩-১ ফলে ইংল্যান্ডকে বধ করেছে বিরাট বাহিনী। আমদাবাদে তৃতীয় টেস্ট ২ দিনে শেষ হওয়ার পরে চতুর্থ টেস্টও এদিকেই গড়াল। মাত্র তিনদিনে শেষ হয়ে গেল টেস্ট। স্টোকস, রুটরা একেবারে অসহায় আত্মসমর্পণ করল ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে। ইনিংস হারের সম্মুখীন হল তারা।
ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে হার দিয়ে এই সিরিজ শুরু করেছিল ভারতীয় দল। ফলে স্বাভাবিকভাবেই তাদের উপর চাপ কয়েকগুণ বেড়ে গিয়েছিল। কারন ২-১ বা ৩-১ ফলে টেস্ট সিরিজ জিততে না পারলে ভারতের পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া সম্ভব হত না। চেন্নাইয়ের প্রথম টেস্টে চোটের কারনে খেলতে না পারার পরে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে ফিরে আসেন বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল। মূলত তার বোলিং জাদুতেই ঘুরে যায় ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ভাগ্যের চাকা।
তাঁর এই অসাধারণ পারফরম্যান্স গড়ে ফেলল এক অনন্য রেকর্ড । পিছনে ফেলে দিলেন একাধিক কিংবদন্তি ভারতীয় স্পিনারদের। অভিষেক সিরিজে সবথেকে বেশি উইকেট সংগ্রহকারী ভারতীয় বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক অক্ষরের সেই নজির।
অক্ষর প্যাটেল, ২০২০/২১ , প্রতিপক্ষ ইংল্যান্ড, ২৭টি উইকেট (৩টি টেস্ট)।
দিলীপ দোশি, ১৯৭৯/৮০, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২৭টি উইকেট (৬টি টেস্ট)।
শিবলাল যাদব, ১৯৭৯/৮০, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২৪টি উইকেট (৫টি টেস্ট)।
আর অশ্বিন, ২০১১/১২, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২২টি উইকেট (৩টি টেস্ট)।
ভেঙ্কটরাঘবন, ১৯৬৫/৬৬, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২১ টি উইকেট (৪টি উইকেট)।