+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

নাকা চেকিং ও গাড়ি চেকিং নিয়ে আরও কড়া মনোভাব নিল লালবাজার।

নিজস্ব সংবাদদাতা - August 29, 2021 4:50 pm - কলকাতা

নাকা চেকিং ও গাড়ি চেকিং নিয়ে আরও কড়া মনোভাব নিল লালবাজার।

চিত্র সৌজন্যে: Kolkata Police

নাকা চেকিং ও গাড়ি চেকিং নিয়ে আরও কড়া মনোভাব নিল লালবাজার। ট্রাফিক বিভাগের তরফে সমস্ত ট্রাফিক গার্ডের ওসি ও এওসিকে নির্দেশিকা পাঠানো হয়েছে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, যে সকল পুলিশ কর্মীর গাড়ির নথিপত্র পরীক্ষা করার অনুমোদন নেই, তাদের গাড়ির নথিপত্র পরীক্ষা করার দায়িত্বে বহাল করা যাবে না। ওয়াকিবহাল মহল বলছে, সিভিক ভলেন্টিয়ারদের বাড়বাড়ন্ত রুখতে এই পদক্ষেপ লালবাজারের।বেশ কয়েক মাস ধরেই অভিযোগ আসছিল হোমগার্ডরা নিয়ম লঙ্খন করছেন। ভোগান্তি হচ্ছে গাড়ির চালকদের।সব দিক মাথায় রেখেই লালবাজারের নির্দেশ কেবলমাত্র সাব ইনসপেক্টার ও সার্জেন্টরাই নথিপত্র পরীক্ষা করার অনুমোদন পাবে। যদি এই নির্দেশ অমান্য হয় তাহলে বিভাগীয় শাস্তির মুখে পড়তে হবে ওই পুলিশ কর্মীকে। জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডের কর্তাদের। মনে করা হচ্ছে, এই নিয়ম জারি করা হচ্ছে বিশেষ করে সিভিক ভলেন্টিয়র ও ট্রাফিক কনস্টেবলদের জন্য, যাদের নথি চেক করতে দেখা যায়। যাদের নথি চেক করার এক্তিয়ার নেই। নাকা চেকিংয়ের উদ্দেশ্য হল আইনলঙ্ঘনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা। তাদের প্রতি কোনও রকম সহানুভূতিশীল মনোভাব ব্যক্ত না করা বা অযথা জ্ঞান না দেওয়া। যদি আইন লঙ্ঘনকারী অযথা তর্কে জড়িয়ে পড়েন বা খারাপ ব্যবহার করেন, পুরো বিষয়টি বডি ক্যামে রেকর্ড করতে হবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube