পশ্চিম সিংভূম জেলায় নিরাপত্তা বাহিনী এবং নকশালবাদীদের মধ্যে সংঘর্ষ।
ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় নিরাপত্তা বাহিনী এবং নকশালবাদীদের মধ্যে সংঘর্ষ। সোমবার এই সংঘর্ষে নিহত ৪ নকশাল। পুলিশ সূত্রে খবর, নকশালদের কাছ থেকে অস্ত্র এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে। জানা গিয়েছে, এলাকায় এখনও চলছে অনুসন্ধান।
উল্লেখ্য, গত শনিবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮ নকশাল বাদী নিহত হয়েছিল। তাঁদের মধ্যে ৬ জন সিনিয়র পর্যায়ের ক্যাডার ছিল বলে জানা গিয়েছে। সেখান থেকেও নগদ টাকা এবং অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জুন মাসের শুরু থেকে একাধিক বার অভিযান চালিয়ে নকশালদের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে পুলিশের। মৃত্যু হয়েছে একাধিক নকশালবাদীর।