এবারের নাকতলা উদয়ন সংঘ এর থিম “বেকার মেঘেরা চললো দূর, সারাটা আকাশে বেথার সুর”
ব্যাথা কৃষকের লাঙ্গলের ফলায়, ব্যথা বন্ধ কারখানার শ্রমিকের দীর্ঘশ্বাস এ , ব্যাথা পরিযায়ী ম্যাটাডোরএ ঠাসাঠাসি ভিড়ে, ব্যাথা রেল লাইন এর বুক চিরে জনতার ক্লান্ত পায়েপায়ে । অতিমারীর ভয়ঙ্কর প্রভাবে মানব সমাজ জীবন মৃত্যুর মুখোমুখি ।
সভ্যতার গতি যেকোন স্তব্ধ , তখনি বিভেদের প্রাচীর ভেঙে সমাজের নানা তরঙ্গ বয়ে চলছে জীবনের পথে , সবই তরঙ্গের খেলা। তরঙ্গ কখনো বয়ে আনে মঙ্গোল শংখধ্বনি, আবার কখনো তরঙ্গ বিক্ষিপ্ত হয়ে যাই দিশাহীন আসুরিক উন্মত্ততায় ।
এ ভাবেই শরৎ এলো কাশফুলের দোলায় , এ পথেই অতিমারীতে উৎসব এলো । ভিনপ্রদেশ থেকে মেয়ে এলো বাপের ঘরে । পরিযায়ী নতুন স্বপ্ন বুকে ফিরলো পরিবার এ । বেজে উঠলো আগমনীর সুর , আয়োজন এর আড়ম্বর এ নোই , প্রয়োজনের দায়বদ্ধতায় আমার শিল্পী চেতনায় , এই নিউ নরমালও নির্মাণ করেছি তরঙ্গায়িত জীবন ধারার আশ্চর্য এক রূপকল্প – ভবতোষ সুতার