+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আন্তর্জাতিক নারী দিবসে “নারীকে সম্মান করুন” প্রচার

নিজস্ব সংবাদদাতা - March 14, 2023 11:02 am - কোথায় কি হচ্ছে!

আন্তর্জাতিক নারী দিবসে “নারীকে সম্মান করুন” প্রচার

আন্তর্জাতিক নারী দিবসে “নারীকে সম্মান করুন” প্রচার কে সমর্থনপূর্বক কলকাতা ট্রাফিক পুলিশকে সহায়তা করার জন্য উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক গর্ব অনুভব করে।

 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, একটি অগ্রণী স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, “নারীদের সম্মান” প্রচারে কলকাতা ট্রাফিক পুলিশকে সহায়তা করতে পেরে গর্বিত৷ প্রচারের লক্ষ্য হল মহানগরীর নারীদের সুরক্ষা ও মঙ্গল করা এবং নারীর অধিকারকে সম্মান করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করে তোলা।

 

“নারীকে সম্মান করুন” প্রচারের অংশ হিসাবে, কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগ শহরের অটো এবং ক্যাব চালকদের সহযোগিতা করবে এবং নারীদের সুরক্ষা এবং অধিকার বিষয়ে তাদের সুশিক্ষিত করে তুলবে৷ উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ট্রাফিক সংকেত এবং ব্যারিকেড প্রদান করে সহায়তার হাত বাড়িয়ে দেয় এবং ভবিষ্যতে এই কারণটিকে আরও সমর্থন করার প্রতিশ্রুতি দেয়।

 

উজ্জীবন নারীদের সশক্তিকরণে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং এর গ্রাহক ও কর্মচারী উভয়ের জন্যই এর অন্তর্ভুক্তিমূলক কৌশলের অংশ হিসেবে লিঙ্গ সমতা প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ হয়। এই যৌথ উদ্যোগের মাধ্যমে, উজ্জীবন SFB এর লক্ষ্য হল মহানগরীর চালক এবং নাগরিকদের মধ্যে নারীর অধিকারকে সম্মান করার গুরুত্ব সম্পর্কে সচেতনতা জাগরিত করে তোলা। ব্যাঙ্ক বিশ্বাস করে যে, আরও লিঙ্গ-সমান বিশ্ব তৈরি করার অভিমুখে, এই উদ্যোগ সমাজে এক ইতিবাচক প্রভাব ফেলবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube