ন্যাশনাল ওয়েলফ্যায়রের বক্সিং এন্ড কে ওয়ান-কিক বক্সিং
শুরু হতে চলেছে আগামী ৯ থেকে ১০ এপ্রিল ২০২২ কলকাতা, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ন্যাশনাল ওয়েলফ্যায়র টিমের পরিচালনায় বক্সিং এন্ড কে ওয়ান-কিক বক্সিং (প্র)। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানালেন টিমের সভাপতি মিলন কুমার মিত্র এটা নতুন রকম পদ্ধতির ক্রীড়া, মার্শাল আর্ট হয় অনেক রকম কিন্তু এটা আত্ম রক্ষা মূলক, প্ৰথম কলকাতায় হতে চলেছে। দেশের ২১টি রাজ্য থেকে অংশ গ্রহন করবে। প্রশিক্ষণ চলবে পাড়ার অলি-গলি থেকে নিজেরাই প্রশিক্ষণ নেবে এলাকা ভিত্তিক। তার পর গ্রামে-গঞ্জে চলবে। রাজ্যে এখান থেকে ১০-১৫ জনকে নির্বাচিত করা হবে, তারাই ভারতের হয়ে খেলবে। আমরা এখানে একটা প্রতিযোগিতা রেখেছি নাম কে ওয়ান-বক্সিং এন্ড বক্সিং (প্র)। কে ওয়ান-কিক বক্সিং ইন্টার ফেডারেশন যৌথ ভাবে করা হচ্ছে। এই প্রতিযোগিতায় মহিলা-পুরুষ উভয় অংশ গ্রহন করছে। আমারা এই ভাবে এগিয়ে যাবার চেষ্টা করব যাতে, কে ওয়ান-কিক বক্সিং বিশ্বের দরবারে একটা জায়গা করে নিতে পারে।