ন্যাটোকেই তোপ দাগলেন ইউক্রেনের প্রেসিডেন্ট
যেই ন্যাটো বাহিনীর সদস্য হওয়া নিয়ে এত ঝামেলা, যুদ্ধই বাঁধিয়ে ফেলল রাশিয়া, এখন সেই ন্যাটো বাহিনীই পাশে নেই। সাহায্যের আশ্বাসও দিচ্ছে না। মুখও খুলছে না। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ন্যাটোকেই তোপ দাগলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। বললেন, লড়াইয়ের জন্য একা ছেড়ে দিয়েছে সকলে।
প্রেসিডেন্ট জানিয়েছে, রুশ হামলার প্রথম দিনে ইউক্রেনে প্রাণ হারিয়েছেন ১৩৭ জন। তাঁদের মধ্যে সেনার পাশাপাশি সাধারণ মানুষও রয়েছেন। আহত হয়েছেন ৩১৬ জন। বৃহস্পতি–শুক্রবার মধ্যরাতে দেশবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বললেন, ‘আমাদের রাষ্ট্র রক্ষার জন্য সকলে আমাদের একাই ছেড়ে দিয়েছে। আমাদের পাশে লড়াইয়ের জন্য কে আসবে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার নিশ্চয়তা কে দেবে? সবাই ভয় পাচ্ছে।’ তিনি এও জানালেন যে, রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে। নগরবাসীকে সতর্ক থাকতে বলেছেন। কারফিউ জারি, তা যেন নাগরিকরা মেনে চলেছ, সেই কথাও বলেছে। জেলেনস্কি এও জানিয়েছেন, তিনি এবং তাঁর পরিবার দেশ ছেড়ে পালাননি। এখনও ইউক্রেনেই রয়েছেন। তাঁর কথায়, ‘রাষ্ট্রপ্রধানকে খতম করে রাশিয়া ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চাইছে’।