এক দিনে দেশে নতুন করে আক্রান্ত হলেন ২,৪৫১ জন
গত সপ্তাহেই হাজারের কম ছিল দৈনিক আক্রান্ত। আর গত এক দিনে দেশে নতুন করে আক্রান্ত হলেন ২,৪৫১ জন। এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৫২ হাজার ৪২৫। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১৪ হাজার ৪২১।
গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে মারা গিয়েছেন ৫৪ জন। এর মধ্যে কেরলেই মৃত্যু হয়েছে ৪৮ জনের। তবে এক দিন নয়। গত কয়েক দিনে সে রাজ্যে মৃত্যুর সঠিক পরিসংখ্যান প্রকাশ হয়নি। তা এখন করা হল। সে কারণে এক লাফে বাড়ল মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত কোভিডে দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ১১৬ জনের। দেশে এখন সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। আগের দিনের থেকে সামান্য হলেও কমেছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৮.৭৬ শতাংশ। তবে চিন্তার বিষয় গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৮০৮। দৈনিক সংক্রমণের হার এখন ০.৫৩ শতাংশ। আর সাপ্তাহিক সংক্রমণের হার ০.৪৩ শতাংশ।
সমক্রমণের শিখরে এবার দিল্লি। বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে, সেখানে নতুন আক্রান্ত ৯৬৫ জন। সংক্রমণের হার ৪.৭১ শতাংশ। শুধু মহারাষ্ট্রের ঠানেতেই এক দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ জন। তবে রাজ্যে কারও মৃত্যু হয়নি।