নিউটাউনে উদ্ধার বাংলাদেশের সাংসদের দেহ
ভোট বঙ্গে খুন বাংলাদেশের সাংসদ ।পাঁচ দিন নিখোঁজ থাকার পর, অবশেষে নিউটাউনে উদ্ধার বাংলাদেশের সাংসদের দেহ । ভারতে চিকিৎসার জন্য এসেছিলেন বলেই খবর। ১২ ই মে তিনি কলকাতায় আসেন।
বাংলাদেশের ঝিনিনাইদহে লোকসভা আসনের সাংসদ আনোয়ার উল। কিভাবে মৃত্যু হল এই সাংসদের ঘটনার তদন্তে নেমেছে পুলিশের বিশেষ দল।ঘটনার স্থলে রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা।
সূত্রের খবর বরানগরে বন্ধুর বাড়িতে এসে উঠেছিলেন বাংলাদেশের ওই সাংসদ।১৮ই মে বরানগর থানায় সাংসদের নিখোঁজ এর অভিযোগ জানান তার বন্ধু।
স্নায়ুরোগ বিশেষজ্ঞ কে দেখাতে এসেছিলেন বাংলাদেশের সাংসদ। ১৩ই মে বন্ধুর বাড়ি থেকে বেরিয়েছিলেন সাংসদ। ১৩ মে নিউমার্কেট শেষ টাওয়ার লোকেশন মেলে। ১৭ই মে বিহারের ফোন সচল হয়েছিল সাংসদের।২০১৪ সালে তিনি প্রথম এমপি নির্বাচিত হন। টানা তিনবার তিনি সাংসদ হয়েছেন। গত সোমবার সংসদ আনোয়ার উলের মেয়ে বাংলাদেশ গোয়েন্দা বিভাগে গিয়ে নিখোঁজের অভিযোগ জানান। প্রাথমিক অনুমান ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই খুন হতে পারেন তিনি।