+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বছরের শুরুর দিনটি পড়েছে শুক্রবার। যা সুখকর বলে বিশ্বাস করা হয়।

নিজস্ব সংবাদদাতা - December 13, 2021 10:53 am - জ্যোতিষচর্চা

বছরের শুরুর দিনটি পড়েছে শুক্রবার। যা সুখকর বলে বিশ্বাস করা হয়।

২০২১ সালের সমাপ্তি। ২০২২ সালের আগমনে ইতোমধ্যেই সারা বিশ্বে সাজ সাজ রব। নতুন বছরকে আগমন করতে এবছর একটু আলাদাই প্রস্তুতি দেখা দিয়েছে। কারণ সবাই চায় নয়া বছরটি যে সকলের এবার ভাল কাটুক। শুভ ও ভাল কাজ করার সুযোগ পাক। জ্যোতিষমতে, ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পুষ্যভ নক্ষত্রের সংমিশ্রণ ঘটছে। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হল, বছরের শুরুর দিনটি পড়েছে শুক্রবার। যা সুখকর বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষ শাস্ত্রে পুষ্য নক্ষত্রকে বলা হয়েছে তিষ্য অর্থাৎ শুভ মাঙ্গলিক নক্ষত্র। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সন্ধ্যা ৭.২৬ মিনিটে গুরু পুষ্য যোগ গঠিত হচ্ছে। ইংরেজি নববর্ষ শুরু হবে ১ জানুয়ারি পুষ্য নক্ষত্রে রাত ৮টা ২ মিনিটে। যা শুভসূচনার আরম্ভ বলা যেতে পারে। ৩১শে ডিসেম্বর গুরু পুষ্য যোগ হবে এবং তার পরে আসন্ন নতুন বছর পুষ্য নক্ষত্র যোগেই পয়লা জানুয়ারি শুরু হবে। অর্থাৎ যে শুভ মহামুহুর্তে ২০২১ সাল শেষ হবে, সেই দিন থেকে ২০২২ সালের সূচনার দিন, যা পুষ্য নক্ষত্রের কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে।

জব্বলপুরের জ্যোতিষী পণ্ডিত সৌরভ দুবের মতে, নতুন বছর পুষ্য নক্ষত্রে আসছে, এটি শুভ লক্ষণ। ৩১ ডিসেম্বর থেকে১ জানুয়ারি পর্যন্ত, পুষ্যভ নক্ষত্র ২৪ ঘন্টা ৪৬ মিনিট স্থায়ী থাকবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube