নিষেধাজ্ঞার সীমা শেষ হবার ৩০ মিনিট পরেই উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়িতে সভা মমতার
নির্বাচন কমিশনের প্রচারের নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তের প্রতিবাদে আগামিকাল বেলা ১২ টা থেকে গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসতে চলেছেন মমতা। কতক্ষণ সেই ধরনা কর্মসূচি চালিয়ে যাবেন, তা স্পষ্ট করা হয়নি। তবে তৃণমূল সূত্রের খবর, ধরনা শেষের পর উত্তরবঙ্গে রওনা দেবেন মমতা। ডাবগ্রাম-ফুলবাড়িতে রাত সাড়ে আটটা থেকে সভা করবেন তিনি।
এমনিতে পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বারাসত, বিধাননগর, হরিণঘাটা ও কৃষ্ণগঞ্জে সভা করার কথা ছিল মমতার। কিন্তু প্রচারে কমিশনের নিষেধাজ্ঞার পর সেই সভা করতে পারছেন না তিনি। যা তৃণমূলের কাছে বড় ধাক্কা ছিল বলে মনে করছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিশেষত পঞ্চম দফায় প্রচারের সময়সীমা এগিয়ে আনায় প্রার্থীদের প্রচার শেষ করতে হবে বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের মধ্যে। তার ফলে পঞ্চম দফার আগে হাতে বেশি সময় পাবেন না মমতা। কার্যত তাঁর হাতে শুধু বুধবার পড়ে থাকত। কিন্তু মঙ্গলবার সভা করে প্রচারের সময় আরও একটু বাড়িয়ে নিলেন। তৃণমূল সূত্রে খবর, প্রচারের সময় বাড়ানোর বিষয়টি ঠিক তো বটেই। একইসঙ্গে বিরোধীদের বার্তাও দিয়ে গেলেন মমতা।