শতবর্ষে পণ্ডিত নিত্যানন্দ মুখোপাধ্যায়ের নামে ডাক স্পেশাল কভার
কলকাতা, ১১ই এপ্রিল মঙ্গলবার, ভারতীয় ডাক বিভাগ পন্ডিত নিত্যানন্দ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষে স্পেশাল কভার প্রকাশ করলো কলকাতা এক সভাঘরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী অনিল কুমার, পোস্টমাস্টার জেনারেল, কলকাতা রিজিয়ন, ডঃ গোপাল চন্দ্র মিশ্র, প্রাক্তন উপাচার্য গৌর বঙ্গ বিশ্ববিদ্যালয় এবং শ্রী তপন বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট লেখক।
অধ্যাপক নিত্যানন্দ মুখোপাধ্যায় ছিলেন সংস্কৃতের বিশিষ্ট পণ্ডিত একজন বিশিষ্ট কবি এবং ধর্মশাস্ত্র ও অন্যান্য শাস্ত্রের অনুবাদক। নিত্যানন্দ ১১৫ টি সংস্কৃত নাটক, ১১টি মহাকাব্য এবং অসংখ্য কবিতা লিখেছেন। রাষ্ট্রপতি শংকর দয়াল শর্মা তাঁকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করেছেন। তিনি কলকাতা সংস্কৃত কলেজ থেকে অবসর গ্রহণ করেন।
তাঁর প্রতিষ্ঠিত সংস্থা হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজ পণ্ডিত নিত্যানন্দের জন্মশতবর্ষে ১০ এপ্রিল ২০২২ থেকে নানা ধরনের অনুষ্ঠান করছে, যেমন সংস্কৃত নাট্য উৎসব, আলোচনা, কৃতি ছাত্র, অধ্যাপক ও বিশিষ্ট জনদের সম্মান প্রদান, জাতীয় সংস্কৃত সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ইত্যাদি। এবং গ্রন্থ প্রকাশ। তাঁর রচনা সংকলন এবং তাঁকে নিয়ে বিভিন্ন জনের স্মৃতিকথা প্রকাশ।
শতবর্ষের শেষ অনুষ্ঠানে ১০ এপ্রিল ২০২৩ স্মারক বক্তৃতা প্রদান করেছেন শ্রী নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, উপাচার্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। স্মারক সম্মান প্রদান করা হয় বিশিষ্ট গবেষক শ্রী সুভাষ ভট্টাচার্য ও ডক্টর কুমার নাথ ভট্টাচার্য কে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত আগ্ৰহী দর্শকবৃন্দ এই বিশেষ কভারটি সংগ্ৰহ করেন। পরবর্তিকালে কলকাতা জি পি ও ফিলাটেলিক ব্যুরো থেকে সংগ্ৰহ করা যাবে।