শুরু হল নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে পরীক্ষামূলক মেট্রো চলাচল
পরিকল্পনা অনুসারে বুধবার শুরু হল নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে পরীক্ষামূলক মেট্রো চলাচল। বুধবার সকালে প্রথম রেকটি পৌঁছয় নোয়াপাড়ায়। তাতে যাত্রী হিসাবে ছিলেন কলকাতা মেট্রোর কর্মীরা। সব ঠিক থাকলে আগামী এপ্রিলের মধ্যে এই অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।
প্রায় ১০ বছরের অপেক্ষার পর দক্ষিণেশ্বরে পৌঁছলো মেট্রো। নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মাঝে রয়েছে আরও ১টি স্টেশন। ডানলপ মোড়ের কাছে তৈরি হয়েছে বরাহনগর স্টেশন। মোট ৪.১ কিলোমিটার পথ পার করতে ৫ মিনিট সময় লাগার কথা একটি রেকের। কিন্তু এদিন প্রথম ট্রেনটি ধীর গতিতে দীর্ঘ সময় নিয়ে দক্ষিণেশ্বর পৌঁছয়। মেট্রোর এই গোটা অংশটিই গিয়েছে মাটির ওপর দিয়ে। ট্রেন পরিচালনার জন্য এই অংশে লাগানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। যাতে খুব ঘন ঘন ট্রেন চালালেও ২টি ট্রেনের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা থাকবে না। এমনকী ভবিষ্যতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ট্রেন চালানোর ব্যবস্থাও থাকছে এই অংশে।
মেট্রোর এই অংশ চালু হলে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও বর্ধমানের বিস্তীর্ণ এলাকার মানুষ উপকৃত হবেন। ভবিষ্যতে বারাকপুর মেট্রো ও নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো চালু হলে দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে পৌঁছে যাওয়া যাবে কলকাতা শহর ও শহরতলির যে কোনও জায়গায়।
বিশেষজ্ঞদের মতে, আপাতত ১ মাস চলবে পরীক্ষামূলক ট্রেন চলাচল। তার পর রেলওয়ে সেফটি কমিশনারের কাছে এই অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু করার জন্য অনুমতি চাইবে রেল। সেই আবেদন পেলে সরেজমিনে গোটা পরিকাঠামো খতিয়ে দেখতে আসবেন রেলওয়ে সেফটি কমিশনার। তার পর তাঁর দফতর ছাড়পত্র দিলে এই অংশে দৌড়বে ট্রেন।