হাওড়া জেলার অন্তর্গত নলদা গ্রামের বনেদি পরিবারের জগদ্ধাত্রী পুজো |
১৬১ তম এবারের পুজো| দীর্ঘ দিন ধরে চলে আসা এই পুজো আমাদের কাছে নতুন এবং বিচিত্র অভিজ্ঞতা নিয়ে এলো| ১২৬৮ সং থেকে ১৪২৮ সং একইভাবে নিয়ম অনুযায়ী চলে আসছে| আমরা কথা বলছিলাম ঈশ্বর ডাক্তার এককরি চরণ পাল মহাশয় এর পুত্র বলরাম পালের সাথে| নবমী পুজো শুরু হয়ে দশমীতে শেষ| আগের দিন নিরামিষ এবং পরের দিন ব্রাহ্মণ ভোজন| চারদিন সমস্ত বাড়ির লোকজন একসাথে দীপ্রহরিক খাওয়া দাওয়া হয়| চারদিন প্রায় ১৪০০ লোকের আয়োজন হয়| সমস্ত ব্যয় এস্টেট থেকে হয়| ৩৬৫ দিন পালা করে পরিবারের লোকজন সন্ধ্যা বাতি দেয়|