অলিম্পিক্সের প্রি-কোয়ার্টারে উঠলেন মেরি কম।
৫১ কেজি বিভাগে প্রথম বাউটে জিতে অলিম্পিক্সের প্রি-কোয়ার্টারে উঠলেন মেরি কম। ডমিনিকান রিপাবলিকের মিগেলিনা হার্নান্ডেজ গার্সিয়াকে হারালেন ৩৮ বছর বয়সি ভারতীয় বক্সার। নিজের থেকে ১৫ বছরের ছোট প্রতিযোগীকে ৪-১ পয়েন্ট হারালেন তিনি। প্রসঙ্গত, প্যান আমেরিকান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন মিগেলিনা। কিন্তু ২০১২ অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী মেরি কমের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও কিছু করতে পারলেন না।
অভিজ্ঞতা এবং স্কিলের সংমিশ্রণ ঘটালেন মেরি। প্রথম রাউন্ডে একটু ব্যাকফুটে খেলে প্রতিপক্ষকে মেপে নিলেন। তারপর আটঘাট বেঁধে আক্রমণে গেলেন, বিশেষ করে শেষ তিন রাউন্ডে আক্রমণের ঝড় তুলেছিলেন মেরি। তবে দ্বিতীয় রাউন্ডে ভয়ানক কিছু পাঞ্চ করে পয়েন্ট জিতেছিলেন প্রতিপক্ষ মেয়েটি।
শেষ তিন রাউন্ডে নিজের সবচেয়ে বড় অস্ত্র ডানহাতের হুক প্রয়োগ করতেই এল সাফল্য। সঙ্গে ছিল কৌশলও। মিগেলিনাকে আক্রমণ করতে দেন মেরি, যাতে তাঁর রক্ষণ আলগা হয়ে যায়। সেই সুযোগেই চালিয়ে দেন মোক্ষম পাঞ্চগুলো। চার সন্তানের জননী মেরি কমের পরবর্তী প্রতিপক্ষ বেশ হাই প্রোফাইল। এই অলিম্পিক্সে তৃতীয় বাছাই এবং ২০১৬-র রিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কলম্বিয়ান ইনগ্রিট ভ্যালেন্সিয়ার মুখোমুখি মেরি কম।