+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫

নিজস্ব সংবাদদাতা - December 11, 2021 10:03 am - দেশ

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫, এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছেন, ‘ভারতে যে ২৫ জন রোগীর শরীরে সংক্রমণ ধরা পড়েছে তাঁদের উপসর্গ গুরুতর নয়, অধিকাংশ উপসর্গই মৃদু।’ কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা মোট ভ্যারিয়েন্টের আক্রান্তের সংখ্যার ০.০৪ শতাংশ। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক বৈঠকের পর মুম্বইয়ে আরও এক করোনা আক্রান্তের হদিশ মিলেছে।

জানা গিয়েছে, ৪৯ বছর বয়সি ওই ব্যক্তি ১৩ ডিসেম্বর তানজানিয়া থেকে ফিরেছিলেন। তিনি কোনও ভ্যাকসিনও নেননি। তাঁর কোনও উপসর্গ নেই বলেও সরকারের তরফে জানানো হয়েছে। এদিকে মুম্বইয়ের আরও এক ওমিক্রন আক্রান্ত সুস্থও হয়ে গিয়েছেন বলে বৃহস্পতিবারই জানা গিয়েছে।

এদিকে এখনও পর্যন্ত দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান গুজরাট এবং কর্ণাটকে ওমিক্রনের হদিশ মিলেছে। দক্ষিণ আফ্রিকা ফেরত কলকাতাতেও একজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে ওই ব্যক্তি ওমিক্রন আক্রান্ত কিনা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube