+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

১ এপ্রিল থেকে একাধিক ওষুধের দাম বাড়তে চলেছে।

নিজস্ব সংবাদদাতা - March 26, 2022 11:40 am - দেশ

১ এপ্রিল থেকে একাধিক ওষুধের দাম বাড়তে চলেছে।

মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। এবার কপালে চিন্তার ভাঁজ আরও বাড়ল। ১ এপ্রিল থেকে একাধিক ওষুধের দাম বাড়তে চলেছে। ২০২১ সালের অর্থবর্ষ অনুযায়ী ওষুধের দাম ১০.৭ শতাংশ বাড়ছে। জানা গেছে, প্যারাসিটামল থেকে শুরু করে প্রেসারের ওষুধ, অতি জরুরি হার্টের ওষুধ ও সংক্রমণের ওষুধের দাম বাড়ছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে হোলসেল প্রাইজ ইনডেক্সের পরিবর্তন করা হচ্ছে। যার ফলে দাম বাড়ছে অন্তত ৮০০ ওষুধের। যার মধ্যে অধিকাংশই অত্যাবশ্যকীয় ওষুধ। এনপিপিএ–র তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ‘‌কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অর্থনীতি পরামর্শদাতার দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালের তুলনায় ২০২১ সালের হিসাবের ভিত্তিতে ওষুধের দাম ১০.৭৬ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’‌
জ্বর, সংক্রমণ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা, ত্বকের ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে ১ এপ্রিল থেকে। ফলে প্যারাসিটামল, ফেনোবারবিটোন, ফেনিটোইন সোডিয়াম, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লোক্সাসিন, হাইড্রোক্লোরাইড ও মেট্রোনিডাজলের মতো ওষুধের দাম বাড়ছে। ড্রাগ (প্রাইজ কন্ট্রোল) অর্ডার, ২০১৩–র নির্দেশিকা অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube