সাবরি হেল্পএজ “সোশিওফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫” এর তৃতীয় সংস্করণ-উপস্থাপন করলো
কোথায় কি হচ্ছে!
March 14, 2025
সাবরি হেল্পএজ-এর প্রতিষ্ঠাতা আরতি বি আর সিং বলেন, "একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবী এবং মানসিক স্বাস্থ্য ও সম্প্রদায়ের বিকাশের পক্ষে অ্যাডভোকেট হিসাবে আমি বিশ্বাস করি যে বিশ্বের সত্যিকারের নায়ক হলেন তারা যাদের কাজ নজরে আসে না এবং যারা স্বীকৃতি পান না।