+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

প্রয়াত ব্যবসায়িক টাইকুন পালোনজি মিস্ত্রি

নিজস্ব সংবাদদাতা - June 28, 2022 11:04 am - দেশ

প্রয়াত ব্যবসায়িক টাইকুন পালোনজি মিস্ত্রি

চিত্র সৌজন্যে: Forbes India

দক্ষিণ মুম্বইয়ে নিজের বাসভবনে ঘুমের মধ্যেই মারা যান এই শিল্পপতি। বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁর সংস্থার তরফে এই খবর দেওয়া হয়েছে।
১৫০ বছরেরও পুরনো সংস্থা শাপুরজি–পালনজি গ্রুপের সাফল্যের জন্য পালনজি মিস্ত্রির কৃতিত্ব অনেকটাই। ২০১৬ সালে শিল্পপতি পালনজি পেয়েছিলেন পদ্মভূষণ পুরস্কার। গুজরাটের এক পারসি পরিবারে তাঁর জন্ম। ফোবর্স পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের শিল্পপতিদের মধ্যে তাঁর স্থান ছিল ১৪৩ নম্বরে।
১৮৬৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা একাধিক ব্যবসার সঙ্গে জড়িত। তার মধ্যে ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচার, রিয়েল এস্টেট, জল, বিদ্যুৎ ও ফিনান্সিয়াল সার্ভিসেস রয়েছে। দেশে একাধিক বড় বড় নির্মাণ রয়েছে এই সংস্থার। অন্তত ৫০ দেশে বিস্তৃত শাপুরজি–পালনজির ব্যবসা। প্রয়াত পালনজির বড় ছেলে শাপুরজি বর্তমানে সংস্থার চেয়ারম্যান। ছোট ছেলে সাইরাস মিস্ত্রি ২০১২ থেকে ১৬ অবধি টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন। প্রয়াত পালনজির দুই মেয়েও রয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube