পঞ্চম দফার ভোটেও একাধিক সংঘর্ষ, অশান্তি
পঞ্চম দফায় শনিবার শুরু হয় ৪৫ আসনের ভোটগ্রহণ। খবর পাওয়া গিয়েছে অশান্তিরও। উত্তর ২৪ পরগনার কামারহাটি বিধানসভার একটি ভোট কেন্দ্রের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয় এক পোলিং এজেন্টের। ১০৭ নম্বর বুথে মৃত ওই ব্যক্তি নির্দল অভিজিৎ সামন্তের পোলিং এজেন্ট ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শান্তিপুরে এক তৃণমূল কর্মীকে রড দিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শনিবার সকালে সংঘর্ষ শুরু হয় শান্তিপুরের গোস্বামী পাড়া এলাকায়। বাপন বিশ্বাস নামে ওই কর্মী গুরুতর আহত হন। কল্যাণী বিধানসভার সগুনা এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বেলা বাড়তে অশান্তি ছড়ায় উত্তর ২৪ পরগনার সল্টলেকেও। সেখানে তৃণমূল-বিজেপি-র মধ্যে সংঘর্ষ বাধে। এলাকায় উপস্থিত হয় পুলিশ বাহিনী। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
এই দফায় অন্যতম নজরকাড়া কেন্দ্র বিধাননগর আসনটি। এই কেন্দ্রে এ বার মুখোমুখি লড়াই দুই প্রাক্তন সহযোদ্ধা সুজিত বসু এবং সব্যসাচী দত্তের। জানা গিয়েছে, হেভিওয়েট এই লড়াই শান্তিপূর্ণ রাখতে ৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। এই দফায় নজরকাড়া কেন্দ্র অনেকগুলিই। ভাগ্য নির্ধারণ হবে মন্ত্রী গৌতম দেব, তাপস রায়, সিদ্দিকুল্লা চৌধুরীর। ভোট রয়েছে প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর কেন্দ্র কামারহাটিতেও। আর তারকা মুখের মধ্যে শনিবারের ভোটে লড়ছেন অভিনেত্রী বিজেপি প্রার্থী পার্নো মিত্র। তৃণমূলের তারকা প্রার্থী বারাসতে চিরঞ্জিৎ চক্রবর্তী এবং রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সি।