শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ১৯৮২ বিশ্বকাপের নায়ক পাওলো রোসি
১৯৮৬ বিশ্বকাপ যদি মারাদোনার বিশ্বকাপ হিসেবে খ্যাত হয়। তাহলে ১৯৮২ সালের বিশ্বকাপ অবশ্যই পাওলো রোসি বিশ্বকাপ নামে খ্যাত। সেই বছর একার কার্যত একার কৃতিত্বে ইতালিকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। কয়েকদিন আগেই ইহলোক ত্যাগ করেছিলেন দিয়েগো মারাদোনা। এবার ইহলোক ত্যাগ করে পরলোক গমন করলেন পাওলো রোসি।
মারাদোনার পর চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তী ফুটবলার পাওলো রোসি। ৬৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন আক্রমণাত্মক ইতালিয়ান ফরোয়ার্ড। বিশ্ব ফুটবলে সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে রোসির কর্মস্থল ইতালিয়ান সংবাদমাধ্যম রাই স্পোর্টস। যদিও রোসির মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু জানায়নি তারা।
প্রসঙ্গত ১৯৮২ স্পেন বিশ্বকাপে ইতালির জয়ের নায়ক ছিলেন রোসি। ৮২ বিশ্বকাপে গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতেছিলেন রোসি। সেবছর ব্যালন ডি’অরও জিতেছিলেন তিনি।
ক্লাব ফুটবলে কেরিয়ারের অধিকাংশ সময়টা তিনি কাটিয়েছেন ইতালিতেই। জুভেন্টাস ও এসি মিলানের মতো ক্লাবগুলোয় খেলেছেন তিনি। দু’বার সিরি-এ চ্যাম্পিয়ন হন তিনি। ১৯৮৪ সালে ইউরোপিয়ান কাপ জিতেছিলেন রোসি।
কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া গোটা বিশ্বে। মারাদোনার পরেই রোসির মৃত্যুতে ফুটবলদুনিয়া এখন শোকে মূহ্যমান।