পাসপোর্ট জালিয়াতি কান্ডে গ্রেপ্তার চার।
পাসপোর্ট জালিয়াতি কান্ডে এবার কলকাতা পাসপোর্ট অফিস থেকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার চার। ধৃতদের মধ্যে মণীশ গুপ্তা নামে একজন সিনিয়র স্টেনোগ্রাফারও আছে বলে জানা যায়। বাকিরা সিনিয়র পাসপোর্ট অ্যাসিস্ট্যান্ট।
দেশে ভুয়ো পাসপোর্ট তৈরির চক্র ধরতে এর আগে পশ্চিমবঙ্গ ও পড়শি রাজ্য সিকিমে একযোগে ৫০টি জায়গায় হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার হাতে গ্রেপ্তার হয় গ্যাংটকের পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র অফিসার গৌতমকুমার সাহা।
সেইসঙ্গে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার হয় বরুণ সিং রাঠোর নামে এক অভিযুক্ত। সিবিআই মনে করছে এদের পাশাপাশি আরও অনেকেই এই চক্রের সঙ্গে জড়িয়ে থাকতে পারে। সেক্ষেত্রে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের খোঁজ চালাচ্ছে সিবিআই।
সিবিআইয়ের সন্দেহ, এই জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জঙ্গী সংগঠনের যোগও থাকতে পারে। মোটা টাকার বিনিময়ে পাসপোর্ট হাতিয়ে নিতে পারে এই সংগঠনের সদস্যরা।