পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধি কিন্তু কমছে পাট চাষ
কলকাতা, সোমবার, ২রা এপ্রিল, প্রেস ক্লাব কলকাতা, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ৫২তম প্রতিষ্ঠা দিবসে সংস্থার প্রধান অজয় কুমার জলি জানান পরিবেশ সুরক্ষার প্রশ্নে সচেতনার সূত্রে প্লাস্টিকের বদলে পাটজাত পণ্যের চাহিদা বাড়লেও কমছে পাঠ চাষ উপযুক্ত জমি। তিনি বলেন, আলোচনা পর্যালোচনা করে দেখা যাচ্ছে “২০০৮ সালে” সারা দেশে ৯লক্ষ হেক্টর জমিতে পাট চাষ হতো। বর্তমানে সেটা কমে সাড়ে ছ’লক্ষ জমিতে চাষ করা হচ্ছে, সেদিক দিয়ে বিচার করলে দেখা যায়, প্রায় ২লক্ষ ৫০হাজার হেক্টর জমিতে চাষ হয় কাজেই পাট চাষের জমির আয়তন কম। জেসিআইয়ের
জেনারেল ম্যানেজার কল্যাণ মজুমদার বলেন জমির পরিমাণ কমায় উৎপাদন ও তার গুনগত মান ধরে রাখতে আধুনিক প্রযুক্তি-নির্ভর চাষে চাষিদের উৎসাহিত করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এর জন্য প্রযুক্তি গত সাহায্য ও পরামর্শ দেওয়া হচ্ছে। অনাবৃষ্টিতে জলের ব্যবস্থা করতে কৃত্তিম পুকুর তৈরির কাজেও চাষিদের সাহায্য করা হচ্ছে।