মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট নিয়ে সন্দেহ প্রকাশ করলেন শিশির অধিকারী
এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রশ্ন তুললেন প্রবীণ সাংসদ শিশির অধিকারী। সত্যিই কী পা ভেঙেছে। এক্সরে রিপোর্ট কই। প্রশ্ন তুলেছেন শিশির। মোদীর সভায় গিয়ে তিনি বলবেন বাংলার মানুষ আপনাকে সবরকম সাহায্য করবে। প্রকাশ্যে দলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন শিশির অধিকারী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগার ঘটনা একেবারেই নাটক বলে আক্রমণ করেছেন শিশির অধিকারী। সত্যিই কি পা ভেঙেছে ওনার প্রশ্ন তুলেছেন শিশির। এমনকী এক্সরে রিপোর্ট কোথায় তা জানতে চেয়েছেন তিনি। পায়ে আঘাত লাগার নাটক করে মানুষের সহানুভূতি নিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন মমতা। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শিশির অধিকারী।
মোদীর সভায় থাকবেন শিশির
ছেলে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শিশিরের অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছিল।কারণ শুভেন্দু যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর আক্রমণ শানিয়েছেন তখন একেবারেই চুপ ছিলেন তৃণমূলের বর্ষিয়ান নেতা। একটি শব্দও খরচ করেননি দলের হয়ে। উল্টে ছেলের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। শুভেন্দুর উপর আক্রমণ হলে প্রতিহত করতে হবে বলে জানিয়েছিলেন তিনি। তারপরেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়। মুখে সেকথা না বললেও কাঁথিতে মোদীর সভায় যে তিনি থাকবেন তাস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন শিশির।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শিশির অধিকারী বলেছেন পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারই নিয়ে এসেছিল মমতাকে। তাঁর নিজের কোনও অস্তিত্ব ছিল না পূর্ব মেদিনীপুরে। তৃণমূল কংগ্রেস তাঁর সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন শিশির। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ হয়ে গেছে বলেই পায়ে ব্যান্ডেজ পরে তাঁকে ময়দানে নামতে হয়েছে বলে কটাক্ষ করেছেন শিশির। যে বিভাজনের রাজনীিত মমতা করেছেন তার মাশুল দিচ্ছেন চণ্ডীপাঠ করে । এমনই অভিযোগ করেছেন শিশির।