পেগাসাস কাণ্ডের তদন্তে মোট ছয় সদস্যের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট।
পেগাসাস কাণ্ডের তদন্তে মোট ছয় সদস্যের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। আদালতের তৈরি এই কমিটি প্রেগন্যান্ট এর সাতটি দিক খতিয়ে দেখবে। কমিটি গঠনের পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারের তরফে কমিটি করার আর্জি পুরোপুরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি হবে আরও আট সপ্তাহ পরে।
আদালতের নির্দেশ অনুযায়ী এই ছয়জনের মধ্যে ৩ সদস্যের সিট এবং ৩ সদস্যের টেকনিক্যাল কমিটি থাকবে। সিটের শীর্ষে থাকছেন প্রাক্তন বিচারপতি।
আদালত সূত্রে খবর এই কমিটির নেতৃত্বে থাকবেন প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রন। সাইবার সুরক্ষা ফরেনসিক বিশেষজ্ঞ প্রযুক্তি বিশেষজ্ঞরা থাকবেন এই বিশেষজ্ঞদের কমিটি।
প্রধান বিচারপতি এন ভি রামন এ দিন সিট গঠনের রায় ঘোষণার সময় স্পষ্টভাবে জানিয়ে দেন আদালতে চার্জশিট গঠন করা হবে। এই মামলা কেন্দ্রীয় সরকারের কোনও স্পষ্ট অবস্থান এখনও জানা যায়নি। আদালত মনে করছে ব্যক্তিগত পরিসরে আঁড়িপাতার তদন্ত হওয়া উচিত জানান প্রধান বিচারপতি। কেন্দ্রীয় সরকারের অস্পষ্ট অবস্থানের কারণেই এই কমিটি গঠন, বলছেন প্রধান বিচারপতি।
এদিন বিচারপতি এনভি রামন বলেন, “কয়েকজন মামলাকারী পেগাসাস কাণ্ডে স্বতন্ত্র তদন্তের আর্জি জানিয়েছিলেন। আমরা মনে করি, প্রযুক্তির ব্যবহার জীবনযাপন সুন্দর করে তোলার অস্ত্র। ব্যক্তিগত গোপনীয়তার উপর যে কোন আক্রমণ অনুচিত। সাংবিধানিক বৈধতা সর্বোপরি।”
এনভি রামনের ব্যখ্যায়, “আমরা কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছিলাম। সলিসিটর জানিয়েছেন, বহু অভিযোগ মনগড়া।”