+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

নির্বাচন ঘোষণার পর থেকেই স্থির হয়ে আছে পেট্রল-ডিজেলের দাম

নিজস্ব সংবাদদাতা - March 11, 2021 9:23 am - রাজ্য

নির্বাচন ঘোষণার পর থেকেই স্থির হয়ে আছে পেট্রল-ডিজেলের দাম

সামনেই পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন। সে কথা মাথায় রেখেই আপাতত বন্ধ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। গত ২৭ ফেব্রুয়ারি থেকে, নির্বাচন কমিশনের ঘোষণার পরের দিন থেকেই স্থির হয়ে আছে পেট্রল-ডিজেলের দাম।

অপরিশোধিত তেলের দাম বাড়লে কেন অপরিবর্তিত থাকছে পেট্রলের দাম? অতিরিক্ত দামের বোঝাটাই বা কে বইছে? প্রথম প্রশ্নের উত্তরে সমালোচকদের দাবি বিষয়টা কাকতালীয় নয়। ভোট ঘোষণার পরেই এমনটা হওয়ায় যেন আরও বেশি চোখে পড়ছে তাঁদের।

আর দ্বিতীয় প্রশ্নটা? আসলে এই অতিরিক্ত দাম দিয়ে কেনার খরচটা ভাগ হচ্ছে কেন্দ্র ও রাজ্যের কর এবং তেলের সংস্থাগুলির মধ্যে। কেন্দ্রের এক্সাইজ ডিউটি ও রাজ্যের ভ্যাট-এর হার একই থাকলেও কমেছে টাকার পরিমাণ।

তবে আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ দ্রুত হারে বেড়েই চলেছে অপরিশোধিত তেলের দাম। চলতি সপ্তাহের শুরুতেই সৌদি আরবে হুথি মিসাইল হানার জেরে ক্ষতিগ্রস্ত হয় আরামকোর বিশাল তৈল সংরক্ষণ কেন্দ্র। তাছাড়া এর আগেও তেল প্রদানকারী দেশগুলির কম সরবরাহের কারণে ক্রমেই বেড়েছে চাহিদা। ফলে পাল্লা দিয়ে বেড়েছে দাম। এসব কারণে আরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube