পিতৃপক্ষের মাহাত্ম্য
দুর্গাপুজোর আর কদিন বাকি। মহালয়া থেকে দেবীপক্ষের সূচনা। বাঙালির সেরা উৎসব। জমজমাট শারদোৎসব। দেবীপক্ষ নিয়ে সবাই ওয়াকিবহল থাকলেও পিতৃপক্ষের মাহাত্ম্য খুব বেশি জানেন কি? শুনুন তবে। পঞ্জিকা অনুসারে সোমবার থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ। হিন্দু ধর্মে এই পক্ষে পিতৃপুরুষের স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
৬ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন এই পিতৃপক্ষ শেষ হবে। শুরু হবে মাতৃপক্ষ। পিতৃপক্ষের সময় কিছু নিয়ম আচার মেনে চলতে হয়। হিন্দু ধর্ম মতে, পিতৃপক্ষের সময় যমরাজ সমস্ত পূর্বপুরুষদের এই কয়েক দিনের জন্য মুক্ত করেন। যাতে তাঁরা শ্রাদ্ধের জন্য খাবার এবং জল নিতে পারে। এই সময়ে প্রত্যেক ব্যক্তির শ্রাদ্ধ করা উচিত। তবে ভুল করেও সূর্যাস্তের পর নয়, এটাকে অশুভ বলে মনে করা হয়।
এই সময় খারাপ অভ্যাস থেকে দূরে থাকা উচিত। কোনওরকম নেশা এবং প্রতিশোধমূলক খাবার গ্রহণ করা উচিত নয়। অ্যালকোহল, আমিষ, রসুন, পেঁয়াজ, শসা, সরিষা শাক এবং জিরে থেকে দূরে থাকবেন। এই সময় কোনও শুভ কাজও করতে নেই। পিন্ড দান, তর্পণকারী ব্যক্তির চুল এবং নখ কাটা উচিত নয়।
কোনও পশু বা পাখিকে বিরক্ত করা উচিত নয়। অভাবী, দরিদ্রদের খাবার খাওয়াবেন। বলা হয়, পূর্বপুরুষরা পশু, পাখির রূপ ধারণ করে তাঁদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসে।
একনজরে দেখে নিন পিতৃপক্ষে শ্রাদ্ধের তিথি:
২০ সেপ্টেম্বর-পূর্ণিমা শ্রাদ্ধ
২১ সেপ্টেম্বর-প্রতিপদ শ্রাদ্ধ
২২ সেপ্টেম্বর-দ্বিতীয় শ্রাদ্ধ
২৩ সেপ্টেম্বর-তৃতীয়া শ্রাদ্ধ
২৪ সেপ্টেম্বর-চতুর্থী শ্রাদ্ধ
২৫ সেপ্টেম্বর-পঞ্চমী শ্রাদ্ধ
২৭ সেপ্টেম্বর-ষষ্ঠী শ্রাদ্ধ
২৮ সেপ্টেম্বর-সপ্তমী শ্রাদ্ধ
২৯ সেপ্টেম্বর-অষ্টমী শ্রাদ্ধ
৩০ সেপ্টেম্বর- নবমী শ্রাদ্ধ
১ অক্টোবর-দশমী শ্রাদ্ধ
২ অক্টোবর-একাদশী শ্রাদ্ধ
৩ অক্টোবর-দ্বাদশী, সন্ন্যাসীদের শ্রাদ্ধ, মঘা শ্রাদ্ধ
৪ অক্টোবর-ত্রয়োদশী শ্রাদ্ধ
৫ অক্টোবর-চতুর্দশী শ্রাদ্ধ
৬ অক্টোবর-অমাবস্যা শ্রাদ্ধ