+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

প্লাস্টিক মুক্ত প্রকৃতি

নিজস্ব সংবাদদাতা - March 16, 2021 4:10 pm - কোথায় কি হচ্ছে!

প্লাস্টিক মুক্ত প্রকৃতি

হাওড়া জেলার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ সহযোগে মধুসূদন রোভার ক্রু এখন থেকে প্লাস্টিক মুক্ত প্রকৃতি ওপর কাজ শুরু করেছে, যেটা ভারত স্কাউটস্ এন্ড গাইডস্, ওয়েস্টবেঙ্গল সহযোগে ভি-গার্ড এর একটি অসাধারণ “সেভ্ দি প্লানেট” প্রোজেক্ট। স্থানীয় মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য উক্ত স্কাউট গ্রুপ একটি সাইকেল রেলি আয়োজন করে যেটা ব্যাঁটরা স্কুল থেকে শুরু করে সাঁতরাগাছি লেক পর্যন্ত হয়। এই রেলি চলাকালীন স্থানীয় দোকানদার, লোকজনদের সচেতন করা হয় প্লাস্টিকের দূষন সম্পর্কে এবং সাঁতরাগাছি লেক (পরিযায়ী পাখিদের জন্য সুপরিচিত) এর আসেপাশে প্লাস্টিক পরিস্কার করার কাজ করে। এর পাশাপাশি স্কাউট গ্রুপ ‘আর্থ আওয়ার’ পালন শুরু করেছে প্রতি সপ্তাহে এক ঘন্টা বাড়ীর বিদ্যুৎ বন্ধ রেখে, যেটা প্রাকৃতিক সম্পদ বাঁচানোর একটি প্রচেস্টা। এছাড়াও একটি সেমিনার আয়োজন করা হয় এই স্কাউট গ্রুপের পক্ষ থেকে যেখানে কিভাবে দূষন মুক্ত সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারা যায় সে সম্পর্কে আলোচনা হয়। প্রধান অতিথি ছিলেন শ্রী শৈলেন্দ্র জয়সয়াল, National President of Protect Environment & Nature and National President of International Human Rights Protector Groups under United Nation.


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube