+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

পুলিশকে মাটিতে ফেলে লাথি আন্দোলনকারীদের

নিজস্ব সংবাদদাতা - August 27, 2024 2:41 pm - কলকাতা

পুলিশকে মাটিতে ফেলে লাথি আন্দোলনকারীদের

পুলিশকে মাটিতে ফেলে লাথি আন্দোলনকারীদের, তখনও উড়ছে জাতীয় পতাকা।

সাঁতরাগাছি থেকে হাওড়া ব্রিজ রণক্ষেত্র, রক্তাক্ত হল পুলিশ! পাল্টা চলছে লাঠি, জলকামান, কাঁদানে গ্যাস। পুলিশ মানবঢাল হয়ে দাঁড়িয়ে আছে। দমকল এসে জলকামানে জল ভরছে। গার্ডরেলের উপর দাঁড়িয়ে পড়েছে জাতীয় পতাকা নিয়ে মহিলা, পুরুষরা। তীব্র উত্তেজনা ফোরশোর রোডে।

মাথা ফাটল IC চণ্ডীতলা থানার, IC-কে উদ্ধার করে নিয়ে গেলেন বিক্ষোভকারীরাই !

দেখা গেল কয়েকজন আন্দোলনকারী নবান্নের নর্থ গেটের কাছাকাছি চলে আসে। জানা যাচ্ছে, তাঁরা নবান্ন চত্বরেই থাকেন। আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে চিৎকার করতে শুরু করেন। বলতে থাকেন ‘দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ’। খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন তাঁরা। এরপর পুলিশ এসে তাঁদের সকলকে সেখান থেকে সরিয়ে দেয়।

মহাত্মা গান্ধী রোডে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। জলকামান ছুড়ছে পুলিশ।

কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস)-এর কাছেও বিক্ষোভকারীদের আটকাতে জলকামান চালাচ্ছে পুলিশ।

 

 


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube