+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

এক বছরের মধ্যেই চীনকে টপকে পৃথিবীর সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ হতে চলেছে ভারত

নিজস্ব সংবাদদাতা - July 11, 2022 1:27 pm - দেশ

এক বছরের মধ্যেই চীনকে টপকে পৃথিবীর সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ হতে চলেছে ভারত

আর এক বছরের মধ্যেই চীনকে টপকে পৃথিবীর সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ হতে চলেছে ভারত, এক রিপোর্টে এ কথা জানাল রাষ্ট্রসংঘ।

পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার ১৯৫৬ সালের পরে এখন সবথেকে শ্লথ। ২০২০ সাল থেকে ১ শতাংশেরও নীচে নেমে গেছে তা। রাষ্ট্রসঙ্ঘের সাম্প্রতিক হিসেব বলছে, ২০৩০ সালের মধ্যে জনসংখ্যা হবে ৮৫০ কোটি এবং ২০৫০ সালে ৯৭০ কোটি। এও জানানো হয়েছে ২০৮০ সালে সবথেকে বেশি ১০৪০ কোটিতে পৌঁছবে এবং ২১০০ সাল পর্যন্ত ওই পর্যায়েই থাকবে।
রাষ্ট্রসংঘের সেক্রেটারি-জেনারেল আন্তনিও গুতেরেস বলছেন, ‘এই বছরের বিশ্ব জনসংখ্যা দিবস (১১ জুলাই) এক মাইলস্টোন বছরে পড়েছে। এই বছরের বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি ছাড়ানোর প্রত্যাশায় আছি। এ হল আমাদের বৈচিত্র্যকে উদযাপন করার উপলক্ষ, একইভাবে মানবতাকে চেনার উপলক্ষ।’ গুতেরেসই জানিয়েছেন, ২০২৩ সালেই জনসংখ্যার নিরিখে চীনকে ছাপিয়ে যাবে ভারত। ২০৫০ সালে ভারতের জনসংখ্যা দাঁড়াবে ১৬৬ কোটি যেখানে একই সময়ে চীনের ১৩১ কোটি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube