পরিবেশ সচেতনতা প্রসারে বাংলার পাঁচজন পরিবেশপ্রেমী সাইকেলিস্ট
পরিবেশ সচেতনতা প্রসারে বাংলার পাঁচজন পরিবেশপ্রেমী সাইকেলিস্ট সুন্দরবন অঞ্চলে সচেতনতার বার্তা পৌঁছে দেন সাধারণ মানুষের মধ্যে।
এঁদের মধ্যে উজ্জ্বল ঘোষ, যিনি পরিবেশ সচেতনতা প্রসারের জন্য এবং সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে জনসচেতনতা প্রচার করেন বাংলার বিভিন্ন অঞ্চলে এবং বাংলাদেশে। রয়েছেন উত্তর 24 পরগনা কাঁচরাপাড়ার তারক চন্দ্র পাল , যিনি ইতিমধ্যেই পরিবেশ সচেতনতা প্রসারের জন্য সারা ভারতবর্ষ ও নেপাল সাইকেল ভ্রমণ করেন। রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা সুভাষ গ্রামের বাসিন্দা পার্শ্বশিক্ষক রামপ্রসাদ নস্কর , যিনি পরিবেশ সচেতনতা প্রসারের জন্য সারা ভারতবর্ষ এবং বাংলাদেশ ভ্রমণ করেন। এছাড়াও রয়েছেন একজন হলেন যাদবপুরের মাধবী সরকার ভূটান ও পশ্চিমবঙ্গ পরিবেশ সচেতনতা প্রসারের জন্যে ভ্রমণ করেন। এবং হাওড়া বাগনানের গুরুপদ চক্রবর্তী।
চলার পথে তাঁরা সকলের কাছেই সুন্দর পরিবেশ রক্ষার জন্য আহ্বান জানান। তারা জানান গাছ তো আমরা অনেকেই লাগাই, এবং কেঁটেও ফেলি। এইভাবে পরিবেশ ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।
তাঁরা বলেন আসুন আমরা সকলে মিলে বাবা ও মায়ের নামে দুটি করে গাছ লাগাই। বাবা ও মা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও সেই গাছ দুটি থেকে যাবে। অর্থাৎ বাবা-মা এই পৃথিবীতে আরও তিনশো /চারশো বছর বা তারও বেশী থেকে যাবেন। এইভাবে মানুষকে গাছ লাগানোর উৎসাহিত বার্তা দিতে থাকেন। এছাড়াও প্লাস্টিক দূষণ জল অপচয় নদী বাঁচাও এবং; এবং বন্যপ্রাণী বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে বার্তা দিতে থাকেন জনগণের মধ্যে।
গত পয়লা অক্টোবর থেকে ৫ ই অক্টোবর পর্যন্ত এই বার্তা সুন্দরবন অঞ্চলের জনগণের মধ্যে তুলে ধরেন। আজ তাঁরা বাড়ি অভিমুখে রওনা দিয়েছেন নিজে নিজে অঞ্চলে।