+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

প্রশান্ত কিশোর কোথাকার লোক? বহিরাগত তত্ত্বে পালটা প্রশ্ন দিলীপ ঘোষের

নিজস্ব সংবাদদাতা - November 20, 2020 10:41 am - রাজ্য

প্রশান্ত কিশোর কোথাকার লোক? বহিরাগত তত্ত্বে পালটা প্রশ্ন দিলীপ ঘোষের

পশ্চিমবঙ্গে অবস্থানরত দলের কেন্দ্রীয় নেতাদের ‘বহিরাগত’ তকমা দেওয়ায় এবার তৃণমূলকে পালটা আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন প্রশান্ত কিশোরকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শানান তিনি। সঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের প্রশ্ন, ‘পশ্চিমবঙ্গ কি পশ্চিম বাংলাদেশ হয়ে গিয়েছে যে দিল্লি থেকে কেউ এলে পাসপোর্ট ভিসা লাগবে।’

এদিন তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তীব্র আক্রমণ শানান দিলীপবাবু। বলেন, ‘আমাদের নেতারা বারবার পশ্চিমবঙ্গে আসবেন। নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করবেন। দিল্লিতে রিপোর্ট পাঠাবেন। যারা তাদের বহিরাগত তকমা দিচ্ছেন বাংলার মানুষের ওপর তাদের ভরসা নেই।’

এর পরই প্রশান্ত কিশোরের প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেন দিলীপবাবু। প্রশ্ন করেন, ‘পিকে কে? পশ্চিমবঙ্গের সঙ্গে তার কী সম্পর্ক? বিহার থেকে বুদ্ধিজীবী এনে তৃণমূলকে ভোট করাতে হচ্ছে।’ দিলীপের প্রশ্ন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তো অসম, বিহার, উত্তর প্রদেশে গিয়েছেন। তাহলে কি তিনি সেখানে বহিরাগত?’

এখানেই থামেননি দিলীপ। বলেন, ‘ওরা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ডেকে আনছে। আমরা আমাদের সর্বভারতীয় নেতাদের ডাকব। ওদের ভোট প্রচারে তো বাংলাদেশের অভিনেতা পর্যন্ত অংশগ্রহণ করেছেন।’

একই ভাবে তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, ‘দিল্লি-উত্তর প্রদেশ থেকে পশ্চিমবঙ্গে লোক এলে কি পাসপোর্ট-ভিসা লাগবে? এটা কি পশ্চিম বাংলাদেশ ঘোষণা হয়ে গিয়েছে? রোহিঙ্গা স্বাগত আর মোদী বহিরাগত?’


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube