+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে মুখ্যমন্ত্রীর চিঠি

নিজস্ব সংবাদদাতা - April 19, 2021 9:22 am - রাজ্য

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে মুখ্যমন্ত্রীর চিঠি

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে করোনা সংক্রমণ রুখতে রাজ্যে টিকাকরণের সংখ্যা বৃদ্ধির কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্বেগ, ভোটপ্রচারে যে ভাবে ভিনরাজ্য থেকে নেতারা এরাজ্যে আসছেন তাতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ভিনরাজ্যের নেতাদের আনাগোনা কমাতে মোদীকে অনুরোধ করেছেন মমতা।

এদিন চিঠিতে মমতা লিখেছেন, গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে লেখা চিঠির এখনো কোনও জবাব দেয়নি তাঁর মন্ত্রক। ওই চিঠিতে টিকা প্রস্তুতকারী সংস্থার থেকে সরাসরি টিকা কিনে নেওয়ার অনুমতি চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের দাবি ছিল, রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে টিকা দিক সরকার।

এদিনের চিঠিতে মমতা লিখেছেন, করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে রাজ্যে ওষুধ ও অক্সিজেনের অপ্রতুলতা দেখা দিয়েছে। এই সংকট মেটাতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা প্রয়োজন। এছাড়া রাজ্যের কাছে পর্যাপ্ত পরিমানে টিকাও নেই। ফলে টিকাকরণ অভিযান মাঝেমাঝেই থমকে যাচ্ছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube