চন্দ্রবাটি প্রমিস চ্যারিটিবল ট্রাস্ট এর আয়োজনে রক্তদান শিবির
গ্রীষ্মকালের তাপদাহের মাঝেই চন্দ্রবাটি প্রমিস চ্যারিটিবল ট্রাস্ট এর আয়োজনে রক্তদান শিবির : – সম্প্রতি পাঁচ ই জুন দুইহাজার বাইশ রবিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুটো অবধি চন্দ্রবাটি প্রমিস চ্যারিটেবল ট্রাস্ট তাদের প্রথম বৎসর রক্তদান শিবির ও পাঁচ ই জুন আন্তর্জাতিক পরিবেশ, এই দিনটিকে স্মরণে রাখতে প্রত্যেক রক্তদাতা , অতিথি সহ অনুষ্ঠানে আগত অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিশুদের হাতে একটি করে গাছের চারা প্রদান করে । রক্ত সংগ্রহে সহযোগীতা করে চন্দ্রবাটি প্রাথমিক বিদ্যালয় কর্তিপক্ষ তাদের বিদ্যালয় ভবন ব্যবহারের জন্য । রক্ত সংগ্রহ করে ক্যালকাটা মেডিক্যাল কলেজ ব্লাডব্যাংক কর্তিপক্ষ ।শিবিরে মূলত মহিলা পুরুষ যুবসমাজকেই এগিয়ে আসতে দেখা যায় ।
ত্রিশ জন রক্তদাতা রক্ত দান করে । বিশেষ অতিথি কাজী বাবুল হায়দার বলেন রক্তদান শিবিরগুলি সাধারণত বেশির ভাগ সময় শীতকালে হতে দেখা যায় । ফলে রক্তের অভাব প্রকট হয় গরমের সময় । এইসময়ে এই রক্তদান শিবির আয়োজনের জন্যে বিশিষ্ট সমাজসেবী মানস বসুও সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান । বাবুলবাবু আহ্বান জানান প্লাষ্টিক দূষণ রোধে বর্তমান যুবসমাজকে এগিয়ে আসার জন্য । অনুষ্ঠানে বক্তব্য ছাড়াও মাঝে মধ্যে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সুকন্ঠি সোমা নস্কর ও জীবনমুখী গান পরিবেশিত হয় সাংবাদিক গৌতম পাত্রের কণ্ঠে । সঞ্চালক মীনা সাউ এর অনুষ্ঠান পরিচালনা যথেষ্ট প্রশংসার দাবি রাখে।