আগামী সোমবার (২৩ অগস্ট) থেকে প্রতিদিনই টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
জোড়-বিজোড় নীতির জেরে সমস্যার মুখে পড়তে হচ্ছে। প্রথম ডোজের দিন ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। আবার দ্বিতীয় ডোজের দিন কার্যত মাছি তাড়ানোর অবস্থা হচ্ছে। সেই পরিস্থিতিতে করোনাভাইরাস টিকা প্রদানের নীতি পরিবর্তন করল কলকাতা পুরনিগম। আগামী সোমবার (২৩ অগস্ট) থেকে প্রতিদিনই টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সেজন্য সময় ভাগ করে দেওয়া হয়েছে। শনিবার কলকাতা পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা দু’দিন ঠিক করেছিলাম দ্বিতীয় ডোজের জন্য। চারদিন ঠিক করেছিলাম প্রথম ডোজের জন্য। অদ্ভুতভাবে একটা জিনিস দেখতে পাচ্ছি, দ্বিতীয় ডোজের দিন ফাঁকা থাকছে। প্রথম ডোজের দিন অস্বাভাবিক ভিড় হচ্ছে।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘এত ভিড় হচ্ছে যে সামলাতে পারছি না।’ সেই পরিস্থিতিতে আগামী সোমবার থেকে প্রতিদিন প্রথম ডোজ দেওয়া হবে। বিকেলের কয়েক ঘণ্টায় দ্বিতীয় ডোজ দেওয়া হবে কলকাতা পুরনিগমের স্বাস্থ্যকেন্দ্র থেকে। ফিরহাদ বলেন, ‘সেজন্য ঠিক করেছি, প্রতিদিন সকালে প্রথম ডোজ দেব আমরা। দুপুর তিনটে পর্যন্ত দেওয়া হবে প্রথম ডোজ। তারপর দ্বিতীয় ডোজ দেব। সেটা হতে যদি ছ’টা গড়িয়ে যায়, ততক্ষণ দেব। সোমবার থেকে শনিবার দেওয়া হবে।’এমনিতে গত সপ্তাহে পুরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার দেওয়া হবে টিকার প্রথম ডোজ। সোমবার, বুধবার ও শুক্রবার দ্বিতীয় দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ভিড় এড়াতেই সেই নিয়ম চালু করেছিল কলকাতা পুরনিগম। তবে তাতে সাফল্য না পাওয়ায় আবারও নিয়ম পালটে দেওয়া হয়েছে।