+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

প্রয়াত শিল্পপতি রতন টাটা।

নিজস্ব সংবাদদাতা - October 10, 2024 9:21 am - দেশ

প্রয়াত শিল্পপতি রতন টাটা।

প্রয়াত শিল্পপতি রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের এক হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। বুধবার রাতে সেখানেই তিনি মারা যান। বয়স হয়েছিল ৮৬ বছর।

মৃত্যুর সময় তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩,৮০০ কোটি টাকা। তাঁর আয়ের বেশিরভাগটাই আসত টাটা গ্রুপ ও টাটা সন্স থেকে। আয়ের অনেকটাই অংশ তিনি দান করতেন। টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান মাসিক বেতন পেতেন আড়াই কোটি টাকা। এছাড়া মুম্বইয়ের কোলাবায় সমুদ্র সংলগ্ন এলাকায় তাঁর বিলাসবহুল বাংলো রয়েছে। যার মূল্য প্রায় দেড়শো কোটি টাকা।
টাটা সন্সে তাঁর যে শেয়ার ছিল সেখান থেকে তিনি যে অর্থ উপার্জন করতেন, তার বেশিরভাগটাই চ্যারিটেবল ট্রান্সে দান করতেন এই শিল্পপতি। এছাড়া ওলা, পেটিএমের মতো সংস্থায় তাঁর বিনিয়োগ ছিল।

তাঁর সংগ্রহে একাধিক বিলাসবহুল গাড়ি ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য টাটা ন্যানো। যা তাঁরই মস্তিষ্কপ্রসূত ছিল। এছাড়া টাটা নেক্সন, মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড রোভার, ক্যাডিল্যাক, শেভ্রলে, হন্ডা সিভিক ইত্যাদি।

জীবনে অন্তত ৯ হাজার কোটি টাকা তিনি শিক্ষা, স্বাস্থ্য, গ্রামোন্নয়ন ও সামাজিক খাতে দান করেছেন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube