+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

করোনায় প্রয়াত রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী শিবমায়ানন্দ

নিজস্ব সংবাদদাতা - June 12, 2021 9:48 am - রাজ্য

করোনায় প্রয়াত রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী শিবমায়ানন্দ

প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী শিবামায়ানন্দজি মহারাজ। মঠে থাঁকে রণেন মহারাজ বলে ডাকতেন অন্যান্য সন্ন্যাসীরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। কোভিডে আক্রান্ত হয়ে সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার রাত ৯টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন স্বামী শিবামায়ানন্দ। হাইপারটেনশন, শ্বাসকষ্ট, রক্তচাপ-সহ কিডনির সমস্যায় ভুগছিলেন বেশ কয়েক বছর ধরেই।

গত ২২ মে তাঁর জ্বর আসে। সঙ্গে হাল্কা শ্বাসকষ্ট দেখা দেয়। সোয়াবের নমুনা পরীক্ষা করানো হলে, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। দীর্ঘদিন সেখানে ভর্তি থাকার পর গতরাতে ৯টা ৫ মিনিট নাগাদ তাঁ মৃত্যু হয়।

স্বামী শিবমায়ানন্দের জন্মগ্রহণ করেছিলেন বিহারে ১৯৩৪ সালে। ২৫ বছর বয়সে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হন তিনি। ১৯৬৯ সালে সন্ন্যাস গ্রহণ করেন। মঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি থেকেছেন এরপর থেকে। সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দর বাড়ি, সাঁতরাগাছি, রহড়া, কাটিহার, কাশীপুর উদ্যানবাটি, ও কাঁকুড়গাছির যোগোদ্যান মঠের দায়িত্বও সামলেছেন। ২০১৭ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। স্বামী শিবমায়ানন্দের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube