+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

পুজো অনুদান মামলায় রাজ্যের সিদ্ধান্তকেই মান্যতা দিল উচ্চ আদালত।

নিজস্ব সংবাদদাতা - September 13, 2022 10:49 pm - কলকাতা

পুজো অনুদান মামলায় রাজ্যের সিদ্ধান্তকেই মান্যতা দিল উচ্চ আদালত।

রাজ্যের সিদ্ধান্তেই সিলমোহর হাইকোর্টের, পুজো অনুদানে আর বাধা রইল না কোনও। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন এবারেও পুজোর ক্লাবগুলিকে টাকা দেবে সরকার। ৫০ হাজার থেকে বাড়িয়ে সেই টাকার পরিমাণ ৬০ হাজার করা হয়। রাজ্যের প্রায় ৪৩ হাজার ক্লাবকে ৬০ হাজার করে দেওয়ার কথা ঘোষণা করা হয়। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার জন্য রাজ্যের বিদ্যুৎ বন্টন পর্ষদকে অনুরোধ জানিয়েছিলেন মমতা।

পুজো ক্লাবগুলি এই ঘোষণায় খুশি হলেও আদালতে দায়ের হয় মামলা। রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাকি, এই পরিস্থিতিতে ক্লাবগুলিকে টাকা কেন? প্রশ্ন তুলে দায়ের হয় একাধিক জনস্বার্থ মামলা। যদিও রাজ্যের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, পুজো অনুদান-ডিএ দুটি পৃথক বিষয়, একই সঙ্গে রাজ্যের তরফে জানানো হয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বকেয়া নেই।

পুজো অনুদান মামলায় রাজ্যের সিদ্ধান্তকেই মান্যতা দিল উচ্চ আদালত। জানিয়ে দেওয়া হল কনও বাধা নেই অনুদানে। আজ, মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। তবে অনুদানে সায় দিলেও ৬টি শর্ত দেওয়া হয়েছে। যদিও শর্তগুলি ঠিক কী কী, তা এখনও জানা যায়নি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube