নবান্নে পুরভোটের ইঙ্গিত দিলেন মমতা।
রাজ্যের শাসকদলের দাবি ছিল আগে বাকি থাকা উপনির্বাচন শেষ হোক, তারপর পুরসভার ভোট হবে। আর সেই মতোই আজ নবান্নে পুরভোটের ইঙ্গিত দিলেন মমতা। প্রসঙ্গত, রাজ্যের সাত আসনে যে ভোট বাকি ছিল তা দু’ভাগে ভাগ করে পরিচালনা করছে নির্বাচন কমিশন। জঙ্গিপুর, সামশেরগঞ্জ, ভবানীপুরে ৩০ সেপ্টেম্বর ভোট হয়েছে। দ্বিতীয় দফায় বাকি চারটি আসনে ৩০ অক্টোবর উপনির্বাচন হবে। এদিকে রাজ্যের ১৩২টি পুরসভার মধ্যে কলকাতা-সহ ১১২টির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। বর্তমানে পুর-প্রশাসক, পুর-কমিশনার দিয়ে কাজ চলছে। আর এই পরিস্থিতিতে রাজ্য পুরভোটের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই নির্বাচনটা শেষ হলে আমরা অন্য নির্বাচনেও যাব।’ প্রসঙ্গত, এর আগে পুরভোট করানোর দাবিতে বিজেপি থেকে শুরু করে বাম-কংগ্রেস একযোগে দাবি তুলেছিল। শুক্রবারও পুরভোট করানোর দাবিতে শিলিগুড়িতে বাম ও কংগ্রেসের তরফে গণস্বাক্ষর অভিযানও করা হয়। তবে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পর মনে করা হচ্ছে ডিসেম্বরে রাজ্যে পুরভোট হতে পারে।