রবিবার আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১১৭, মৃত্যু ১৪৭
রাজ্যে কিছুটা হলেও দৈনিক সংক্রমণের হার কমল। তবে একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা এখনও উদ্বেগজনক। ফলে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এখনও দুশ্চিন্তায় স্বাস্থ্য দপ্তর।
রবিবারে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুসারে, রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১১৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৭ জনের।শনিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৫১১ জন। শনিবারের তুলনায় এদিন রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা কমলেও এখনও পুরোপুরি স্বস্তিতে থাকতে পারছেন না স্বাস্থ্য দফতরের কর্তারা।কারণ, রাজ্যে মৃত্যু মিছিল চলছেই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৭ জনের। শনিবার সেই মৃত্যুর সংখ্যা ছিল ১৪৪ জন।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এরাজ্যে করোনা আক্রান্তের নিরিখে সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১১৬ জন। এরপরেই রয়েছে কলকাতার স্থান। কলকাতায় এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। যেভাবে উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে যথেষ্ট উদ্বিগ্ন স্বাস্থ্য কর্তারা।
উল্লেখ্য, জরুরি পরিষেবা বাদ রেখে রবিবার থেকেই রাজ্যে লকডাউনে কড়া বিধিনিষেধ জারি রয়েছে। বন্ধ লোকাল ট্রেন, বাস, ট্যাক্সি, অটো, ব্যক্তিগত গাড়ি। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি নাইট কার্ফু।