+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রবিবার ধর্মশালায় ম্যাচ ৬ উইকেটে জিতে সিরিজ ৩-০ করল টিম ইন্ডিয়া।

নিজস্ব সংবাদদাতা - February 27, 2022 11:08 pm - খেলা

রবিবার ধর্মশালায় ম্যাচ ৬ উইকেটে জিতে সিরিজ ৩-০ করল টিম ইন্ডিয়া।

চিত্র সৌজন্যে: NDTV Sports

সিরিজ জয়ের হ্যাটট্রিক। হ্যাটট্রিক হোয়াইট ওয়াশেরও। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কাও। তিন সিরিজেই ভারতের পক্ষে রেজাল্ট ৩-০। টি-২০ তে অধিনায়কত্ব পাওয়ার পর নতুন রেকর্ড রোহিত শর্মার। শনিবারই সিরিজ জিতে গিয়েছিল ভারত। রবিবার ধর্মশালায় নিয়মরক্ষার ম্যাচ ৬ উইকেটে জিতে সিরিজ ৩-০ করল টিম ইন্ডিয়া। ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি। আবার ভারতকে জয়সূচক রানে পৌঁছে দেন শ্রেয়স-জাদেজা জুটি। প্রথমে ব্যাট করে ৫ উইকেট খুইয়ে ১৪৬ রান তোলে শ্রীলঙ্কা। মাত্র  ১৬.৫ ওভারেই সেই রানে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ৭৩ রানে অপরাজিত শ্রেয়স। ২২ রানে নট আউট জাড্ডু।

রবিবাসরীয় সন্ধেয় আরও একটি হ্যাটট্রিক দেখল ধর্মশালা। শ্রেয়স আইয়ারের অর্ধশতরানের হ্যাটট্রিক। বিরাট কোহলি ছুটিতে থাকায় সুযোগ পেয়েছিলেন মুম্বইয়ের ব্যাটার। সুযোগ কাজে লাগান শ্রেয়স। তিন ম্যাচেই অর্ধশতরান করে দলকে জেতান। সিরিজে মোট ২০৪ রান। তিনবারই অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফেরেন শ্রেয়স। যা দেখে উল্লসিত হবে কলকাতা নাইট রাইডার্সের কর্তারা। আর কয়েকদিন পরেই শুরু আইপিএল। নতুন নেতার দুর্ধর্ষ ফর্মে ক্যাশ রিচ টুর্নামেন্ট জেতার স্বপ্ন বুনবেন কেকেআর কর্তারা। টুর্নামেন্ট শুরুতেই রোহিত জানিয়েছিলেন, শ্রীলঙ্কা সিরিজে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।

শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, ভেঙ্কটেশ আইয়াররা সফল হওয়ায় বিরাট, ঋষভ, সূর্যকুমাররা ফিরলে দল বাছতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচকরা।

এদিন টসে জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। শুরুতেই বিপত্তি। শূন্য রানে ফিরে যান গুণাথিলাকা। এরপর লঙ্কার ব্যাটিংয়ে ধস নামে। নিসঙ্কা (১), আসালঙ্কাকে (৪) ফিরিয়ে দেন আবেশ খান। রান পাননি লিয়ানেজও (৯)। মাত্র ২৯ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। এখান থেকে দলকে টেনে তোলেন দাসুন শানাকা। শনিবার বিধ্বংসী ইনিংস খেলেছিলেন লঙ্কার অধিনায়ক। এদিন সেই মেজাজে না পাওয়া গেলেও আরও একটি অধিনায়কোচিত ইনিংস উপহার দেন। ৯টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৭৪ রান করেন শানাকা। লঙ্কার নেতার ব্যাটে ভর করে কিছুটা হলেও ভদ্রস্থ রানে পৌঁছয় শ্রীলঙ্কা। তাঁকে খানিকটা সাহায্য করেন চান্দিমাল (২২)।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। মাত্র ৫ রানে ফিরে যান রোহিত। ঈশান কিশানের জায়গায় ভারতের নেতার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন। শুরুটা ভাল করলেও ১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপর বাকিটা শ্রেয়স শো। তাঁকে সঙ্গত দেন দীপক হুডা (২১) এবং জাদেজা (২২)। আগের দিন পাঁচ নম্বরে ব্যাট করতে নামলেও এদিন ছয়ে নেমেছিলেন জাড্ডু। পাঁচে নেমে রান পাননি ভেঙ্কটেশ আইয়ার (৫)। দ্বিতীয় টি-২০ ম্যাচের মতো এদিনও বাকি কাজটা সারে শ্রেয়স-জাদেজা জুটি। ১৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube