রবিবার দেশে কমল দৈনিক সংক্রমণ।
দেশের কোভিড গ্রাফ গত কয়েকদিনে কিছুটা স্বস্তি দিচ্ছে। রবিবার দেশে কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৩০ জন। যা গতকালের চেয়ে ১০ শতাংশ কম। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৬৭ জন। এদিকে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ১ লক্ষ ৫৯ হাজার ২৭২। যা গত ২৪৭ দিনে সর্বনিম্ন। সুস্থতার হার ৯৮.২০ শতাংশ। অ্যাক্টিভ কেস ০.৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৬ জনের।
এদিকে কেরলে সবচেয়ে বেশি সংক্রমণ। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪২৭ জন। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২ জনের। তবে আগের বেশ কিছু অঘোষিত মৃত্যু মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৩৫৮। এই রাজ্যের তিরুবনন্তপুরমে সংক্রমণ সবচেয়ে বেশি। এক হাজারেরও বেশি মানুষ সেখানে আক্রান্ত হয়েছেন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, তৃতীয় স্থানে উঠে এল পশ্চিমবঙ্গ। উৎসবের মরশুমের পর থেকেই রাজ্যে বাড়ছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত ৯৮০।
শনিবার পর্যন্ত দেশজুড়ে মোট ১০৬ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার ৩৩৫টি টিকা দেওয়া হয়েছে। রাজ্যের পরিস্থিতি কিছুটা উদ্বেগ বাড়ালেও দেশের সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক। কিন্তু এরই সঙ্গে সংক্রমণ যাতে ফের না বাড়ে তাই দীপাবলি ও দিওয়ালি উৎসবে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।