করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করেন রাহুল
গত কয়েকদিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন রাহুল গান্ধী। সম্প্রতি কোরনার পরীক্ষা করান তিনি। মঙ্গলবার দুপুরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই টুইট করে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আনেন রাহুল। প্রাক্তন কংগ্রেস সভাপতির শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছে। এমনটাই জানানো হয়েছে। ফলে এখনই তাঁর হাসপাতালে ভরতি হওয়ার কোনও প্রয়োজন নেই বলেই জানাচ্ছেন ডাক্তাররা। তবে গত কয়েকদিন ধরে লাগাতার প্রচারে ব্যস্ত ছিলেন। ফলে গত কয়েকদিন ধরে যাদের সঙ্গে তিনি মিশেছিলেন সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নিতে বলেছেন রাহুল। সকলের উদ্দেশে তাঁর আরজি,’সমস্ত প্রোটোকল মেনে চলুন, সুরক্ষিত থাকুন।’