সামান্য হলে রাজ্যে বাড়ছে সংক্রমণ। গত ২ দিন ধরেই গ্রাফ ঊর্ধ্বমুখী।
উৎসব পালন নিয়ে কেন্দ্রে থেকে রাজ্য সরকার সতর্ক করেছিল অনেক। কিন্তু লাভ হয়নি খুব একটা। রাস্তা, রেস্তোরাঁ থেকে মণ্ডপ, সর্বত্র দেখা গিয়েছে লাগামছাড়া ভিড়। তার আগে পুজোর কেনাকাটা করার সময়েও সেই ভিড় চোখে পড়েছে। অনেক ক্ষেত্রেই মানা হয়নি কোভিড বিধি। তার জের কি শুরু হল! সামান্য হলে রাজ্যে বাড়ছে সংক্রমণ। গত ২ দিন ধরেই গ্রাফ ঊর্ধ্বমুখী।
রবিবারের তুলনায় আজ সোমবার রাজ্যে করোনা পরীক্ষা কম হয়েছে। কিন্তু তার পরেও বেড়েছে সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯০ জন। মারা গিয়েছেন ১২ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৮৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৫। এ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। মৃত্যুর হার ১.২০ শতাংশ।
রাজ্যে এদিন কোভিড পরীক্ষা হয়েছে ২৩ হাজার ১৯ জনের। আর সংক্রমণের হার ৩ শতাংশ। এই সংক্রমণের হারই ধীরে ধীরে বাড়ছে। ফলে চিন্তায় বিশেষজ্ঞরা। সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত ১৯৪ জন। মারা গিয়েছেন ২ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানে গত একদিনে আক্রান্ত ১০৩ জন। মারা গিয়েছেন ৩ জন। রাজ্যে এখন পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৮১ হাজার ২২০। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮১৫ জন। রাজ্যে কোভিডের জেরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ হাজার ৯৮৯ জনের। এদিন রাজ্যে টিকা পেয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ৯৪৭ জন। এখন পর্যন্ত রাজ্যে টিকা পেয়েছেন ৬ কোটি ৬৫ লক্ষেরও বেশি মানুষ।