রাজ্যের চারিদিকে অশান্তি, সংঘর্ষের ঘটনা
কোচবিহার দক্ষিণ বিধানসভা ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট ৪/৩৮ নম্বর বুথে বোমাবাজির অভিযোগ উঠেছে। মাধব বিশ্বাস নামে বিজেপির এক এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে সেখানে। জখম হয়েছেন বেশ কয়েকজন। প্রার্থী বোমের আঘাতে জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের এক কর্মীকে খুনের অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। সংঘর্ষের ঘটনায় জখম আট। হয়েছে বোমাবাজিও। এদিকে, ভাঙড়ের চকমরিচকে ১৬৪ নং বুথে আইএসএফ–তৃণমূল সংঘর্ষে দু’জন আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি উঠেছে। এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী। হুগলির আরামবাগের আড়ান্ডি এক নম্বর অঞ্চলের সাতমাসায় নির্দল প্রার্থীর সমর্থককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কোচবিহারের ফলিমারি ৪/৩৮ বুথে বোমার ঘায়ে জখম সিপিএম প্রার্থী অনিতা অধিকারী। গুরুতর আহত অবস্থায় কোচবিহার হাসপাতালে ভর্তি তিনি। অশান্ত মুর্শিদাবাদও। একাধিক রাজনৈতিক কর্মী খুন হয়েছেন। এদিকে, হুগলির তারকেশ্বরে নির্দল প্রার্থীর মেয়েকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোল। এছাড়া একাধিক জায়গা থেকে এসেছে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ।