চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস
২০১৬ সালের পর উষ্ণতম এপ্রিলের সাক্ষী থাকবেন বঙ্গবাসী। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আরও চড়ল তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত কয়েকদিনের তুলনায় রবিবার কলকাতার পারদ আরও চড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সপ্তাহান্তে আরও বাড়তে পারে তাপমাত্রা। চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখী বা ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
ইতিমধ্যেই বাঁকুড়া, মুর্শিদাবাদ, বোলপুর, আসানসোলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ১৫ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। তাপমাত্রা আরও ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও, সমগ্র উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা।